সালাতের সময় কি মাস্ক থাকবে ????
সালাতের সময় মুখমন্ডল ঢাকতে রসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন তাই অন্তত সালাতের সময় মুখ থেকে মাস্ক সরিয়ে দিন।
এর দলিল,
আবূ হুরাইরাহ (رضي الله عنه) থেকে বর্ণিত,,
রাসূলুল্লাহ (ﷺ) যে কোন ব্যাক্তিকে সালাতরত অবস্থায় তার মুখমন্ডল ঢাকতে নিষেধ করেছেন।
[ইবনে মাজাহ, ৯৬৬][1]
ফুটনোটগুলি ঃ [1] সুনান ইবনু মাজাহ |
হাদিস নংঃ 966
Comments
Post a Comment