মৃত্যুর পর মানুষকে কি কবর -ই দিতে হবে।
মুসলিমদের মৃত্যুর পর কবর দিতে হবে। এটাই মুসলমানদের রীতি, যা আদম আঃ এর কাল থেকে মেনে আসছে আল্লাহ এর অনুসারীরা। কুরআনের সুরা মায়িদা এর ৩১ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন যে মানবদেহকে মৃত্যুর পর কি করতে হবে।
কুরআন ৫:৩১
'আল্লাহ এক কাক প্রেরণ করলেন। সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে, আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে। সে বললঃ আফসোস, আমি কি এ কাকের সমতুল্যও হতে পারলাম না যে, আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করি। অতঃপর সে অনুতাপ করতে লাগল।'
বিষয়টা ছিল এমন যে মানব জাতি সৃষ্টির পর প্রথম হত্যা ও মৃত্যু হচ্ছে কাবিল এর হাতে হাবিল মৃত্যু। অতঃপর কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুটি কাক পাঠান। এর ভিতরে একটি কাকের মৃত্যু হলে অন্য কাকটিকে আল্লাহ নির্দেশ দেন যেন মাটি খনন করে, মাটির নীচে মৃত দেহকে আবৃত করে।
আর এভাবেই আল্লাহ এর ইমানদাররা মানুষের মৃত্যুর পর কবর দিয়ে আসছে সেই আদম আঃ এ যুগ থেকেই। এ ছাড়া কুরআনের আরও বিভিন্ন জায়গায় কবরের কথা বলা আছে।
বিভিন্ন সুরাতে উল্লেখিত কবরের কথা থেকে মানুষের দিধাম্বিত হওয়ার কোন সুযোগ নাই যে মৃত্যুর পর কবর দিতেই হবে। আর মানুষকে মৃত্যুর পর কবর দিতে হবে এমন নির্দেশ হিসাবে আপনি মেনে নিতে পারেন।
সুরা মায়িদার ৩১ নম্বর আয়াতকে।
Comments
Post a Comment