আযানে রয়েছে বিস্ময়কর গণিত

১.আযান এর প্রথম শব্দ আল্লাহ এবং শেষ ও হইছে আল্লাহ শব্দ দিয়ে।সুতরাং আল্লাহ ই শুরু,এবং আল্লাহ ই শেষ। ২.আযান এ সর্বমোট শব্দ ৫০ টি এবং মিরাজ এর দিনে,আল্লাহ হজরত মুহাম্মদ (সা) কে ৫০ ওয়াক্ত ফরজ সালাত দিয়েছিলেন। পরে তা ৫ ওয়াক্ত করা হয়।এবং সহিহ হাদীস মোতাবেক,কেও দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করলে ৫০ ওয়াক্ত সালাত এর সাওয়াব পান। ৩.আযান শব্দটি পবিত্র কুরআন এ বলা আছে ৫ বার এবং আমরা দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করি। ৪.আযান এ মোট ১২টি লাইন আছে। এবং আমাদের উপর ১২ মাস নামায আদায় করা ফরজ। ৫.আযান এর মধ্যে সর্বমোট ১৭টি ভিন্ন অক্ষর রয়েছে। আর আমাদের প্রতিদিন এর ফরজ সালাত হলো ১৭ রাকাত। (ফজর - ২+জোহর - ৪+আসর - ৪+মাগরিব - ৩+এশা -৪ =১৭ রাকাত) ৬.আযান এর মধ্যে সবচেয়ে ব্যাবহৃত শব্দ হচ্ছে আল্লাহ। আল্লাহ্ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আযান এ রয়েছে ৪৭ বার, লাম অক্ষরটি ৪৫, হা অক্ষরটি ২০ বার। সুতরাং, ৪৭+৪৫+২০=১১২ আর,পবিত্র কুরআন এর ১১২ নং সূরা তে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। ( সংগৃহীত)