জায়নামাজে ছবি থাকলে কি নামায হবে ???

আমরা প্রায় দেখি জায়নামাজ কাবার ছবি,  মসজিদের ছবি, দরজা, জানালার ছবি কিংবা বিভিন্ন নকশার দৃশ্য এগুলো থাকা যুক্তিক মনে করেন আপনি!  





জায়নামাযে এসব দৃশ্য নামাজি ব্যক্তির মনোযোগ শক্তি কেড়ে নেয় বা অন্যমনস্ক হয়ে যায়। এতে নামাজে ব্যাঘাত ঘটে। ওলামায় কেরাম বলেছেন এটা মাকরুহ বা অপছন্দনীয়। 





এছাড়াও কাবার ছবিযুক্ত জায়নামাজায় অনেক সময় আমরা পা দিয়ে পদদলিত করি কিংবা বিছিয়ে বসি ইত্যাদি জায়েয নয়। 
কেননা, এগুলো  দ্বারা কাবার অবমাননার পর্যায় পড়ে। 
 
এর সত্যতা কতটুকু, 

হিশাম ইবনে উরউয়ার বর্ণনার আছে,  নবী করিম (সঃ) বলেছেন, "আমি নামাযের দিকে তাকাচ্ছিলাম আর ভয় পেতেছিলাম, এ চাদর / জায়নাজ আমাকে গোনাহগার বানাবে " [ সহীহ বুখারীর ৩৮৩)  


হযরত আনাস ( রা) বর্ণনা করেন, হজরত আয়েশা (রা) এর একটি পর্দা ছিল। তিনি তা দ্বারা তার ঘরের এক পাশ ঢেকে রেখেছিলেন। নবী করীম (সঃ) বললেন, " তোমার এ পর্দা আমার থেকে দূর কর। কেননা এর নকশাগুল নামাজের ভেতর বারবার আমার সামনে পড়ে। " [ সহীহ বুখারীর ৫৯৫৯)  


সুতরাং পবিত্র কাবাসহ মসজিদের ছবিযুক্ত জায়নামাজ ব্যবহার থেকে বিরত থাকাই শ্রেয়। 
https://youtu.be/YXgpF2VEB8c


Comments

Popular posts from this blog

ইহুদীরা কেন 'গারকাদ' গাছ লাগায়

বাংলাদেশ আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। এখানে ক্ষেত্রফল না বলে আয়তন বলা হল কেন ???

ফিলিস্তিনীদের অস্ত্র থাকা সত্ত্বেও কেন তারা পাথর দিয়ে যুদ্ধ করে