বৃত্ত ১০০, ২০০ কিংবা ৩০০ না ৩৬০ ডিগ্রি কেন???
চলুন তাহলে আমার সম্প্রতি শেখা জ্ঞানটা আপনাদের সাথে একবার কপচিয়ে নিই! বৃত্ত ৩৬০ ডিগ্রি হওয়ার দুটি ব্যাখ্যা রয়েছে। এর সাথে আবার ব্যাবিলিয়নের [2] (ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার একটি শহর। এর ধ্বংসাবশেষ পাওয়া যাবে ইরাকের বাবিল প্রদেশে। ব্যাবিলন বাগদাদের প্রায় ৮৫ কিলোমিটার (৫৫ মাইল) দক্ষিণে অবস্থিত।) একটা সম্পর্ক আছে। দুটি ব্যাখ্যার মধ্যে প্রথম ব্যাখ্যাটি বেশ ইন্টারেস্টিং! কেন ইন্টারেস্টিং? কারণ এর সাথে জ্যোতির্বিজ্ঞানের একটা সম্পর্ক আছে পুরো লেখাটা পড়ুন। আমরা তো সবাই MONTH শব্দটা জানি! MONTH মানে মাস! এই MONTH এর MON এর সাথে আবার MOON এর একটা সম্পর্ক আছে। MONTH আর MOON দুইটার ROOT একই। এছাড়া MONDAY বলে একটা ব্যাপার আছে। MONDAY -র বাংলা সোমবার। সবাই জানি! কাকতালীয়ভাবে সোমবার-এর সোম মানেও চাঁদ! সর্বোপরি, MONTH এর সাথে MOON এর একটা সম্পর্ক আছে! ব্যাবলিয়নিরা খেয়াল করেছিল যে চাঁদ একটা দশা থেকে আবার সেই একই দশায় ফিরে আসতে মোটামুটি (চিকনাচিকনি-ভাবেও হতেও পারে!) ৩০ দিনের মতো লাগে। একই দশা বলতে বুঝাতে চাইছি, একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমায় ফিরে আসতে ৩০ দিন লাগে। তারা এই ...